গাছের শাখা-প্রশাখায় ঝুলে আছে তরুণীসদৃশ সুন্দরী পরী। তবে ওই তরুণীরা
রক্ত-মাংসের নয়, একটি জীবন্ত ফল। আশ্বর্যজনক মনে হলেও এমন ফলও নাকি পৃথিবীতে আছে। দেখতে
নারীদের মতো হওয়ায় নামও রাখা হয়েছে নারীলতা।
হ্যালো ভিউয়ারস, প্রথমেই বলে রাখছি, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত
না দেখে কোন মন্তব্য করবেন না।
Your page has a low volume of Text Content which Search Engines can interpret as 'thin content' which could limit it/'s ranking ability. Additionally it has been well researched that in general, higher Text Content volumes are related to better ranking ability.
পৃথিবীর এমন কিছু জায়গা আছে, যেখানে যাওয়া মানুষের জন্য নিষিদ্ধ করা হয়েছে। হাতে গোনা কয়েকজন ছাড়া এখানে আপনি যেতে পারবেন না।
এই ভিডিও তে তেমনই ৬টি স্থান দেখানো হয়েছে, যা আপনাকে অবাক করে তুলবে। সে ৬টি স্থানের নাম হলো- এরিয়া-৫১, ইসি গ্রান্ড স্রাইন, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, মসকো মেট্রো-২, স্নেক আইল্যান্ড, আমাজন রেইফরেস্ট।
এই জায়গাগুলোর নিরাপত্তা এতই কঠোর যে ঐ জায়গার যাওয়া দূরের কথা খুব কম মানুষই জানে ঐ সব জায়গার কথা।
ভিডিওটির শেষের দিকে কিন্তু সবচেষে আশ্চর্য স্থান দেখানো হয়েছে, তাই শেষ পর্যন্ত না দেখে যাবেন না।
ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগল। আর সব শেষে কথা হলো দেশ এবং দেশের বাইরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনাবলি ও বিষ্ময়কর ভিডিও সবার আগে পেতে “Joss Media” চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
হজ্জ আল্লাহ প্রেম ও বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ববন্ধনের অন্যতম পথ। হজ্জ বিশ্ব মুসলিমের সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক ঐক্যের এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত। এটি আল্লাহর নির্দেশিত এমন একটা ফরয বিধান, যা ইসলামের গুরুত্বপূর্ণ পঞ্চম স্তম্ভ এবং ইসলামের অপরাপর বিধান থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। হজ্জে আর্থিক ও কায়িক শ্রমের সমন্বয় রয়েছে, যা অন্য কোন ইবাদতে একসঙ্গে পাওয়া যায় না। হজ্জ সারা বিশ্বের সহীহ মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সাম্যের প্রতীক। যার ওপর হজ্জ ফরয তাকে অবশ্যই হজ্জ আদায় করতে হবে।
হজ্জের ফ্লাইটে নতুন কিছু নিয়মবালি করা হয়েছে। জেনে নিন নিচের ভিডিও থেকে। ধন্যবাদ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ৩১৬ হজযাত্রী।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজযাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা হজযাত্রী, পাইলট ও কর্মীদের কোনো ক্ষতি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক হজ ক্যাম্পের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা কে কত বেতন পান, সেটি নিয়ে জোস মিডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে সহ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে কত বেতন-ভাতা পান, তার হিসাব তুলে ধরা হয়েছে।
বার্ষিক বেতন-ভাতা ছাড়াও সারা বিশ্বের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা করমুক্ত নানা সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।
ভারতকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে দেশটির পাবলিক প্লেস, শপিং মল এমনকি রেল স্টেশনেও মিলছে বিনামূল্যের ফ্রি ওয়াইফাইয়ের ইন্টারনেট সেবা। এদিকে ইন্টারনেট ফ্রি পেয়ে তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই সেবার বাজে ব্যবহার করছে বলে দাবি করেছে অ্যান্টি-ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘নরটন’।
তরুণইউটিউবারআহসানহাবিবপেয়ারগ্রেফতারহয়েছেনগতসোমবার।রাজধানীরখিলগাঁওয়েরতিলপাপাড়াথেকেপুলিশেরকাউন্টারটেররিজমইউনিটগ্রেফতারকরেতাকে।তারনামেনারীদেরপ্রতারণাকরেপর্নোগ্রাফিতৈরিরঅভিযোগপাওয়াগেছেবলেজানিয়েছেনকাউন্টারটেররিজমইউনিটেরঅতিরিক্তউপ-কমিশনারনাজমুলইসলাম।তিনিজানিয়েছেন, ‘পেয়ারনিজেকেপীরদাবিকরত।ইসলামেরঅপব্যাখ্যাদিয়েজ্বিনতাড়ানোরকথাবলেবহুনারীরসঙ্গেশারীরিকসম্পর্কগড়েতাদেরকাছথেকেঅর্থআদায়করত... বিস্তারিত তথ্য জানতে নিচের ভিডিও টি দেখুন। ধন্যবাদ